আবার হলিউড ছবিতে দিপিকা।
নজরবন্দি ব্যুরোঃ ফের হলিউড ছবিতে দীপিকা পাড়ুকোন। ভিন ডিজেলের বিপরীতে হলিউড ফিল্ম 'ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ'-এর মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেছিলেন দীপিকা।
সূত্রের খবর এখন ট্রিপল এক্সের চতুর্থ পর্বেও নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোন । দীপিকার ট্রিপিল এক্স ফোরে থাকার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পরিচালক ডি জে কারুসো।

No comments