সেতু-ভঙ্গকে কাজে লাগাতে চায় অসাধু ব্যবসায়ীরা! কড়া হুঁশিয়ারি মমতার
নজরবন্দি ব্যুরো: অপক্ত সেতু বাঁচাতে ও নিরাপত্তার স্বার্থে নেওয়া সরকারি সিদ্ধান্তকে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী।
এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার। এই ধরনের ফড়েরাজকে যে কোনওভাবে বরদাস্ত করা হবে না, তা নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে জানিয়ে দেওয়া হয়। বড় লরি ঢোকা ও ওভারলোড বন্ধ মানেই দাম বাড়িয়ে মানুষের উপর চাপ দেওয়া নয়।
আর তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনওভাবে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে যেন দাম না যায় তা সুনিশ্চিত করতে হবে। বাজারে নজরদারি চালাতে হবে।

No comments