পুজোর আগেই সুখবর, বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের
নজরবন্দি ব্যুরো: ঘোষণা হয়ে গিয়েছিল অনেক আগেই। এবার সেই ঘোষণায় সরকারি শিলমোহর পড়ে গেল। এবার বেতন বাড়ছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত কয়েক হাজার সিভিক ভলান্টিয়ারদের। সাড়ে ৫ হাজার টাকা থেকে বেতন বেড়ে এবার হবে ৮ হাজার টাকা।
গত মে মাসে বঙ্গ সম্মানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দ্রুত বেতন বাড়ানো হবে সিভিক ভলান্টিয়ারদের। মূলত পঞ্চায়েত নির্বাচনে ভাল কাজের পুরস্কার পেয়েছিলেন সিভিকরা। তাছাড়া অনেকদিন ধরেই বেতনবৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
এবার তাদের সেই দাবি পূরণ হতে চলেছে। বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সরকারিভাবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় শিলমোহর পড়ে গেল। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে এই কথা জানান।

No comments