বাগরি নন্দরাম মার্কেটের মত হয়নি সেটাই রক্ষে!! পার্থ
নজরবন্দি ব্যুরোঃ বাগরি মার্কেট নিয়ে কার্যত ঘুরিয়ে নিজেদের পিঠ চাপড়ানোর চেষ্টা করল প্রশাসন। স্বামী বিবেকানন্দের শিকাগো বকৃতার ১২৫ বছর উদযাপনের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাগরি মার্কেট প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকলেও বাগরি মার্কেট নিয়ে উদ্বিগ্ন। প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন। বাগরি মার্কেটে আগুন নেভানোই মূলকাজ ছিল। অনেক অসুবিধার মধ্যে আগুন নেভানো গেছে। দমকল আপ্রাণ চেষ্টা করেছে আগুন নেভানোর। নন্দরাম মার্কেট যেভাবে ছয়-সাত দিন ধরে জ্বলছিল, সেইরকম কিছু হয়নি সেটাই রক্ষে!"
বাগরি মার্কেটের ভবিষ্যৎ কি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পুরনিগম কলকাতার বাড়িগুলিতে বিপজ্জনক বোর্ড লাগিয়ে দিয়ে আসে, তারপরেও লোকজন সেখানে থাকে। বাড়িটি ভাঙা হবে কি না সেটা ঠিক করবে এক্সপার্ট কমিটি।"
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাগরি মার্কেট প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকলেও বাগরি মার্কেট নিয়ে উদ্বিগ্ন। প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন। বাগরি মার্কেটে আগুন নেভানোই মূলকাজ ছিল। অনেক অসুবিধার মধ্যে আগুন নেভানো গেছে। দমকল আপ্রাণ চেষ্টা করেছে আগুন নেভানোর। নন্দরাম মার্কেট যেভাবে ছয়-সাত দিন ধরে জ্বলছিল, সেইরকম কিছু হয়নি সেটাই রক্ষে!"
বাগরি মার্কেটের ভবিষ্যৎ কি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পুরনিগম কলকাতার বাড়িগুলিতে বিপজ্জনক বোর্ড লাগিয়ে দিয়ে আসে, তারপরেও লোকজন সেখানে থাকে। বাড়িটি ভাঙা হবে কি না সেটা ঠিক করবে এক্সপার্ট কমিটি।"
কোন মন্তব্য নেই