বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য! স্কুটিতে কারা পালিয়ে গেল??
নজরবন্দি ব্যুরোঃ বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কারণ কলকাতা পুলিশের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজ।
এই খবর জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। তিনি বলেছেন, ''উচ্চ পর্যায়ের তদন্ত হবে। দোষী কেউ ছাড় পাবে না। শুধু ব্যবসা করলে চলবে না। নিজের তো বটেই, কর্মচারী, ক্রেতাদের নিরাপত্তার দিকটাও দেখতে হবে। বাথরুমটাও বেচে দেব, তা চলবে না। কোনও পরিকাঠামো গড়বে না, দেশলাই মারলেই দাউদাউ করে আগুন জ্বলবে আর সরকারের ঘাড়ে দায় চাপাবে এটা তো হতে পারে না।''
কোন মন্তব্য নেই