Header Ads

বিধ্বংসী আগুন ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে। বহু খয় ক্ষতি।


নজরবন্দি ব্যুরোঃ ফের মহানগরে বিধ্বংসী আগুন বড়বাজারের কাছে ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে লাগে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুন লাগার কারণে আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমনকী আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনিভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা এখনও ,স্পষ্ট নয় তবে আগুন নেভানোর ক্ষেত্রে ল্যাডার সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের  হাইড্রোলিক ল্যাডার থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না ঘিঞ্ঝি এলাকায় তারের জজ্ঞালে ল্যাডার খোলাই সম্ভব হচ্ছে না 


সাধারণ মই দিয়েই কাজ চলছেআগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, পুলিস কমিশনার সহ উচ্চ পদস্থ আধিকারিকরা।অপরদিকে আজই বিদেশ সফরে রওনার দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার আগে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বিমানবন্দরেই পুলিস কমিশনারের সঙ্গে এবিষয়ে আলোচনা করেন তিনি দমকল পুলিসের কাজে তিনি সন্তুষ্ট বলেও জানান মুখ্যমন্ত্রী

Loading...
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.