Header Ads

অনুপ-জ্যাসলিন সম্পর্ক নিয়ে জ্যাসলিন কে খুনের হুমকি বাবার ফোনে!


নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় ভজন গায়কের সঙ্গে মেয়ের সম্পর্ক কখনওই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জ্যাসলিনের বাবা কেশর মাথারু

তিনি জানিয়েছেন, জ্যাসলিন যদি কোনওভাবে অনুপ জালোটার সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়বে। তিনি কোনওভাবে অনুপ জালোটার সঙ্গে মেয়ের এই অসম সম্পর্ক মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন
 কিন্তু স্পটবয়-এর খবর অনুযায়ী, বিগ বসের মঞ্চে যখন অনুপ জালোটার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জ্যাসলিন জানান, সেই সময় থেকেই নাকি কেশর মাথারুর কাছে একের পর এক ফোন আসতে শুরু করে শুধু তাই নয়, ‘হামারি বেটি হোতি তো কাটকে ফেক দেতিবলেও জ্যাসলিনের বাবাকে বার বার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ যদিও কে বা কারা জ্যাসলিনের বাবাকে হুমকি দিচ্ছেন তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.