২৮ বছরের জসলিনের প্রেমিক ৬৫ বছরের ভজন গায়ক অনুপ জলোটা! হতবাক পরিবার।
নজরবন্দি ব্যুরোঃ অসম বয়সী প্রেম। নতুন ঘটনা নয়৷ তবুও জসলিন মাথারু-অনুপ জলোটার প্রেম কাহিনী শুনে চমমে উঠলেন খোদ সলমন খান৷ বিগ বসের ঘরে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই একপ্রকার শোরগোল পড়ে যায়।
জসলিন জানিয়েছেন, অনুপ জলোটার কাছে গান শিখতে গিয়েছিলেন তিনি। তারপরেই ৬৫ বছরের ভজন গায়কের প্রেমে পড়েন জসলিন। এখন নাকি তারা মুম্বাইয়ে একসাথে থাকেন। এই প্রেম কাহিনী শুনে রীতিমতো অবাক বিগ বস সঞ্চালক সলমন খান।
এদিকে জসলিনের বাবা কেশর মাথারু জানিয়েছেন, মেয়ে সম্পর্কে এরকম একটি কথা জেনে তারা হতবাক৷ তবে মেয়ের মুখ থেকে কিছু না শুনে কিছুই ভাবতে বা বলতে রাজি নন তারা।
জসলিন জানিয়েছেন, অনুপ জলোটার কাছে গান শিখতে গিয়েছিলেন তিনি। তারপরেই ৬৫ বছরের ভজন গায়কের প্রেমে পড়েন জসলিন। এখন নাকি তারা মুম্বাইয়ে একসাথে থাকেন। এই প্রেম কাহিনী শুনে রীতিমতো অবাক বিগ বস সঞ্চালক সলমন খান।
এদিকে জসলিনের বাবা কেশর মাথারু জানিয়েছেন, মেয়ে সম্পর্কে এরকম একটি কথা জেনে তারা হতবাক৷ তবে মেয়ের মুখ থেকে কিছু না শুনে কিছুই ভাবতে বা বলতে রাজি নন তারা।
কোন মন্তব্য নেই