পাকিস্তান সুপার লিগে এবার খেলবেন এবি ডিভিলিয়ার্স।
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান সুপার লিগে এবার খেলবেন এবি ডিভিলিয়ার্স। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।
এ বি বলেছেন “পাকিস্তান সুপার লিগ আগের থেকে এখন অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের সেরা টি-২০ টুর্নামেন্টগুলোর মধ্যে এখন পিএসএল-কেও ধরা যায়। আমি সেই টুর্নামেন্টে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি। পিএসএলের বেশ কয়েকটা ম্যাচ আমি দেখেছি।
এ বি বলেছেন “পাকিস্তান সুপার লিগ আগের থেকে এখন অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের সেরা টি-২০ টুর্নামেন্টগুলোর মধ্যে এখন পিএসএল-কেও ধরা যায়। আমি সেই টুর্নামেন্টে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি। পিএসএলের বেশ কয়েকটা ম্যাচ আমি দেখেছি।
এই টুর্নামেন্টের প্রতিযোগিতায় অংশ নিতে আমি আগ্রহী। ফলে পাকিস্তানিদের এখন চিয়ার-আপ করার সময়। ২০১৯ পিএসএলে আপনাদের সঙ্গে দেখা হবে”।কিন্তু তিনি কোন দলে খেলবেন তা যানা যাইনি।
Loading...

No comments