Header Ads

সুপারি কিলার এনে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা চলছে! শুভেন্দু অধিকারী।


নজরবন্দি ব্যুরো: রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিকে নিশানা করছে বিজেপি। অন্য রাজ্য থেকে সুপারি কিলার এনে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে।

গতকাল জামবনির দুবড়া রাবণ পাড়ায় একটি সভা থেকে এই কথা বললেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, "রাজ্যে খুনোখুনির রাজনীতি বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিচ্ছিন্নভাবে বাইরে থেকে টাকা পয়সার বিনিময়ে সুপারি কিলার এনে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে।"

২৬ তারিখ বনধ নিয়ে বিজেপি-কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু-বাবু। তাঁর অভিযোগ, সেই দিন বনধ সমর্থনকারীরা বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তির চেষ্টা করেছিল। গাড়িতে ইট, পাথর ছোড়া হয়েছে। প্রায় ৫৫টা বাস ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে আছে ৪০টা সরকারি বাস। নাম না করে বিজেপি-কে কটাক্ষ করে বলেন, "এরা কীভাবে ভারত গড়বে ? বাংলা গড়বে ? আমি প্রতিটি লাইব্রেরিতে বাস ভাঙচুরের কালার ছবি পাঠাতে বলেছি। মানুষ দেখুক।"
Theme images by lishenjun. Powered by Blogger.