নেতাজিকে খুন করেছিলেন স্ট্যালিন! মন্তব্য সুব্রমনিয়ান স্বামীর।
নজরবন্দি ব্যুরো: বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। খুন করেছে স্ট্যালিন। নেতাজিকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দিতেই এই অসত্য সংবাদ ছড়িয়েছিল জাপান।
জাপান থেকে পালিয়ে রাশিয়ায় যান নেতাজি, সেখানেই মৃত্যু হয় তাঁর। গতকাল ত্রিপুরায় এই বিতর্কিত মন্তব্য করেন সুব্রমনিয়ান স্বামী। তিনি এর পরে আরও বলেন, জোসেফ স্ট্যালিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সঙ্গে ষড়যন্ত্র করে নেতাজিকে খুন করেছিলেন।
আগরতলায় সাংস্কৃতিক গৌরব সংস্থানের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয় গত কাল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুব্রমনিয়ান স্বামী। সভায় বক্তব্য রাখার সময় এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর এই খবরে তোলপাড় গোটা ভারত।
