Header Ads

অফিসে যৌন হেনস্থার ঘটনা আর নয়। সংশোধনী আইন আনল কেন্দ্র।


নজরবন্দি ব্যুরোঃ সরকারি হোক বা বেসরকারি দপ্তর, মহিলাদের যৌন হেনস্থার ঘটনা খুবই পরিচিত। অনেক সময়ই মেয়েরা চাকরি হারানোর ভয়ে বা অন্য কোনও কারণে যৌন হেনস্থার বিষয়টি প্রকাশ্যে আনতে চায় না।
এবার তারই বিরুদ্ধে কড়া হতে চলেছে আইন। নতুন দুর্নীতি বিরোধী আইন অনুসারে, কোনও অফিসে চাকরি চাইতে যাওযার জন্য যৌন আবেদন বা মহিলাকে কোনও কুপ্রস্তাব দেওয়া দু'‌টোই দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তের সাত বছরের জেল এবং জরিমানা হতে পারে।
 
২০১৮-এর দুর্নীতি দমনের সংশোধনী বিল অনুসারে, অফিসের কাজ আদায় বা গাফিলতি ঢাকতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে 'ঘুষ' দেওয়ার পথ বাছেন কর্মচারীরা। তবে এ ক্ষেত্রে টাকা নয়, বেশিরভাগ ক্ষেত্রে 'ঘুষ' হিসেবে যৌনতা-কে সংশোধনী বিলে চিহ্নিত করা হয়েছে। অর্থাত্‍, অনেক সময়ই অধঃস্তন মহিলা কর্মীকে বাধ্য করা হয়, বা কখনও স্ব-ইচ্ছাতেও সেই কর্মী যৌন সম্পর্কে লিপ্ত হন। যা প্রমাণ হলে সেই কর্মী ও উর্ধ্বতন দু'‌জনই শাস্তির মুখে পড়বেন। 

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.