Header Ads

ছাত্র মৃত্যুতে সব দোষ আরএসএস ও বিজেপির! জানালেন শিক্ষামন্ত্রী।

নজরবন্দি ব্যুরো: উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট হাইস্কুলে ছাত্র ও পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক প্রাক্তন ছাত্রের। স্কুলে সংঘর্ষের ঘটনায় আরএসএস ও বিজেপি উপর সব দোষ চাপালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এই ঘটনার পিছনে জড়িত কেউ ছাড় পাবে না বলে তিনি জানান। এই ঘটনার পিছনে পুলিশ, প্রশাসন কিংবা স্কুলের প্রধান-শিক্ষকের কোনও ভূমিকা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট ডি আই-কে। তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিদেশ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা। এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট স্কুলে। পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক প্রাক্তন ছাত্রের। আহত হয়ে হয়েছেন মোট আট।

কিছুদিন আগেই ওই স্কুলে তিন জন নতুন শিক্ষক নিয়োগ করা হয়।  কিন্তু ওই স্কুলের পড়ুয়াদের দাবি, স্কুলে একাধিক বিষয়ের শিক্ষকের চাহিদা থাকলেও শুধু মাত্র উর্দু বিভাগে তিন জনকে নিয়োগ করা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে স্কুলের পড়ুয়ারা আন্দোলনে নামেন। তাদের সঙ্গে যোগ দেয় বেশ কয়েক জন প্রাক্তন ছাত্র ও গ্রামের সাধারণ বাসিন্দারা।
গতকাল তিন শিক্ষককে নিয়ে স্কুলে ঢুকতে যায় প্রশাসনের কর্তারা। সেখানে তাদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন এক পড়ুয়া। ইটের আঘাতে মাথা ফাটে এক পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট, পরে  কাঁদানে গ্যাস ছোড়ে। রাজেশ সরকার নামে এক প্রাক্তনীর মৃত্যু হয়। এই ঘটনায় দায় পুলিশের উপর চাপিয়েছেন এলাকার জনগন। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.