জেলাশাসকের একমাসের কারাবাসের নির্দেশ!
নজরবন্দি ব্যুরোঃ সরকারি পর্যায়ে অধিগ্রহণ হয়। আর তার পরেও জমির দাম পায়নি জমি দাতারা। এই অভিযোগের ভিত্তিতে বর্ধমানের জেলাশাসককে একমাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিলেন বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শেখ মহম্মদ রেজা।
সোমবার জেলাশাসককে আদালতে হাজিরার নির্দেশও দিয়েছেন বিচারক। ২০১২ সালে আদালতের দেওয়া নির্দেশ কার্যকর না হওয়াতেই আদালতের এই নির্দেশ বলে জানা গিয়েছে।
বিচারকের নির্দেশ অনুসারে, সোমবার জেলাশাসককে বর্ধমান জেলা সংশোধনাগারে পাঠানো হবে। আর ওই দিন যদি আদালতে তিনি হাজির না থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে আদালত। এই বিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন, আদালতের নির্দেশ হাতে পেলে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন।

No comments