স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেমের কাজের জন্য ১৫৮টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট মেন শাখায়।
নজরবন্দি ব্যুরোঃ স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেমের কাজ শুরু হচ্ছে সে কারণে আজ শুক্রবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট মেইন শাখায়। ফলে সকাল থেকে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। উত্তর ২৪ পরগনার বারাকপুর ও ইছাপুরের মাঝে এই সিগনাল সিস্টেমটি হচ্ছে।
শুক্রবার ৭ সেপ্টেম্বর থেকে সোমবার ১০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। শুক্রবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট মেন শাখায় চলাচলকারী ওই ট্রেনগুলি বাতিল থাকছে।

No comments