Header Ads

গরু আমাদের অক্সিজেন দেয়! তাই রাষ্ট্রমাতা ঘোষণার দাবি বিজেপি বিধায়কের!!

জরবন্দি ব্যুরোঃ 'গোমাতা'কে নিয়ে বিজেপির অতিরিক্ত 'শ্রদ্ধা' নতুন বিষয় নয়। কিন্তু এবার ভরা বিধানসভায় গরুকে রাষ্টমাতা করার দাবি করে বসলেন বিজেপি মন্ত্রী রেখা আর্য।
বুধবার উত্তরাখন্ড বিধানসভায় বিজেপি নেত্রী রেখা আর্য দাবি করেন, গরু আমাদের প্রশ্বাসের সাথে অক্সিজেন দিয়ে বাঁচতে সাহায্য করে। একমাত্রই গরুই তা করে। তাই গরুকে রাষ্টমাতার মর্যাদা দেওয়া হোক। এখানেই ঘটনার ইতি নয়৷ এই মর্মে ইতিমধ্যে বিলও পাশ হয়ে গেছে সর্বসম্মতিক্রমে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.