বন্ধের দিনে ক্ষতিপূরণ মিলবে ৭৫ হাজার টাকা পর্যন্ত!
নজরবন্দি ব্যুরো: সোমবার বন্ধের ফলে যানবাহনের ক্ষতি হলে তা পূরণ করবে রাজ্য সরকার বা পরিবহণ দপ্তর। শুক্রবার জানিয়ে দেয় পরিবহণ দপ্তর। এই নির্দেশ জারি করে বলা হয়েছে, ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হলে, বাহাত্তর ঘণ্টার মধ্যে মিলবে ক্ষতিপূরণ। সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত এই ক্ষতিপূরণ।
মাত্রা ছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধি সহ আরও বেশকিছু দাবির প্রতিবাদে সোমবার ২৪ ঘণ্টা ভারত বন্ধের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। আর সেই বন্ধের সমর্থন জানিয়েছে বামেরা। ইস্যুকে সমর্থন জানালেও বন্ধে নামবে না রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পরে তাতে চূড়ান্ত শিলমোহর দেয় মুখ্যমন্ত্রী। যেহেতু রাজ্যের দুই বিরোধী রাজনৈতিক দল বন্ধের ডাক দিয়েছে, সেহেতু ওইদিন রাস্তায় যান নামালে ক্ষতির আশঙ্কা করছেন মালিক-পক্ষ। অনুমান, সেই আশঙ্কা থেকেই হয়তো অনেকে সোমবার রাস্তায় বাস, ট্যাক্সি, অটো বা অন্যান্য যান নামাতে চাইবেন না। তবে সরকারেরই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এবার মালিক-পক্ষকে অনেকটা স্বস্তি প্রদান করবে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।

No comments