Header Ads

যখন কুকুরে কামড়ায় তখন মন্দিরে মন্দিরে ছুটে বেড়াতে হয়! আবার শালীনতা ছাড়ালেন অনুব্রত।

নজরবন্দি ব্যুরো: আজ মা তারার পুজো দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল(কেষ্ট)। আর পুজো দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, " সামনেই লোকসভা ভোট।
আমি মাকে বললাম, মা তুমি সব পারো। ৪২-এ ৪২ করে দাও মা। মা বলল, ৪২-এ ৪২ করে দেব।”
তাঁর প্রার্থনা ছিল,  লোকসভা নির্বাচনে তৃণমূল যেন বাংলায় ৪২টি আসন পায়। আজ পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগে রাজ্য সফরে এসে তারাপীঠে পুজো দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই প্রসঙ্গ উত্থাপন করে অনুব্রত আজ বলেন, "যখন কুকুরে কামড়ায় তখন মন্দিরে মন্দিরে ছুটে বেড়াতে হয়।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.