Header Ads

ষষ্ঠ শ্রেণির পর থেকে যোগ-শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত মোদী সরকারের।


নজরবন্দি ব্যুরো: দেশের ক্ষমতায় আসার পর থেকেই যোগ-শিক্ষার উপরে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী গত চারবছরে একাধিকবার কেন্দ্রের তরফে বলা হয়েছিল শীঘ্রই বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হতে পারে যোগশিক্ষা
এবার সেই লক্ষ্যে কিছুটা এগোল কেন্দ্র কেন্দ্রীয় বোর্ড অর্থাত্এনসিইআরটির অন্তর্গত বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণির পর থেকে যোগ-শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল মোদী সরকার এনসিইআরটি অর্থাত্ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিংয়ের তরফে গোটা দেশের সরকারি বিদ্যালয়গুলিতে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণির পর থেকে সমস্ত বিদ্যালয়ে যোগ শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

বাড়াতে হবে যোগ সংক্রান্ত কার্যকলাপের পরিমাণ এনসিইআরটির তরফে জানানো হয়েছে, বিদ্যালয় গুলিতে শারীরশিক্ষা, খেলাধুলা এবং যোগা-শিক্ষার প্রসার ঘটানোর বৃহত্তর লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রের সরকার ষষ্ঠ শ্রেণির পর থেকে যোগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সেই পরিকল্পনার অঙ্গ বিশেষ তবে, আপাতত শুধুমাত্র এনসিইআরটির অধীন স্কুলগুলিতেই চালু হচ্ছে এই নিয়ম রাজ্য সরকারের অধীনে থাকা বোর্ডগুলিতে এখনই বাধ্যতামূলক করা হবে না যোগ-শিক্ষা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.