Header Ads

হল না 'চক দে ইন্ডিয়া' আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতীয় মহিলা হকি দলের।

নজরবন্দি ব্যুরোঃ হল না চক দে ইন্ডিয়া। দারুণ লড়াই চালিয়েও শেষ রক্ষা করতে পারল না ভারতীয় মহিলা হকি দল। আয়ারল্যান্ডের কাছে হেরে মহিলা হকি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল টিম ইন্ডিয়াকে। পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে হেরে গেল ভারত।

পুলের ম্যাচে এই আয়ারল্যান্ডের কাছেই হেরে ছিল ভারত। কিন্তু এ দিন কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই চালাতে থাকে রানি রামপালের মেয়েরা। চলতি মহিলা হকি বিশ্বকাপে যে দেশগুলি খেলছে, তাদের মধ্যে ভারত এবং আয়ারল্যান্ডের ডিফেন্সই সব থেকে শক্তিশালী। ফলে প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্সের সামনে কোনও দলের আক্রমণভাগের প্লেয়ারই কার্যকরী হয়ে উঠতে পারেননি। যার ফল সরূপ নির্ধারিত খেলার সময়ে খেলার ফল ছিল গোল শূন্য। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

 ভারতের হয়ে রানী রামপাল, মনিক এবং নভজত্ কউরের মতো প্লেয়ারেরা গোল করতে পারলেন না শুট আউট থেকে। ভারতের হয়ে এক  মাত্র গোলটি করেন রীনা খোখার। আয়ারল্যান্ডের হয়ে তিনটি গোল করেন রইসিন আপটন, আলিসন মিকি এবং কোলি ওয়াটকিন্স।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.