হোয়াটসঅ্যাপে নয়া পরিবর্তন। জানুন কি?
নজরবন্দি ব্যুরোঃ হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন এ একটি বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ এ ৫ জনের বেশি কাউকে কোনো মিডিয়া ফাইল ফররোয়ার্ড করা যাবে না।
তবে এটি সব ফোনে একসাথে সক্রিয় হবে না। কিছুদিন আগে হোয়াটস্যাপ পরীক্ষা মূলক ভাবে এটি চালু করলেও আজ থেকে এটি অফিসিয়ালি চালু হলো এবং আগামী ৭ দিনের মধ্যে সব ফোনে এটি একটিভ হয়ে যাবে বলে হোয়াটস্যাপ জানিয়েছে। তবে মেসেজ ৫ জনের বেশি ফররোয়ার্ড করা না গেলেও কোনো মেসেজ কে "কপি-পেস্ট" একাধিক জনকে পাঠানো যেতে পারবে।
তবে এটি সব ফোনে একসাথে সক্রিয় হবে না। কিছুদিন আগে হোয়াটস্যাপ পরীক্ষা মূলক ভাবে এটি চালু করলেও আজ থেকে এটি অফিসিয়ালি চালু হলো এবং আগামী ৭ দিনের মধ্যে সব ফোনে এটি একটিভ হয়ে যাবে বলে হোয়াটস্যাপ জানিয়েছে। তবে মেসেজ ৫ জনের বেশি ফররোয়ার্ড করা না গেলেও কোনো মেসেজ কে "কপি-পেস্ট" একাধিক জনকে পাঠানো যেতে পারবে।

No comments