Header Ads

যোগী রাজ্যে অভুতপূর্ব ব্যাপার! ভোটার তালিকায় স্থান পেল হাতি, পায়রা, হরিণও!!

নজরবন্দি ব্যুরোঃ যোগী রাজ্যে অভুতপূর্ব ব্যাপার!  উত্তর প্রদেশের বালিয়ায় পরিবর্তিত যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভোটার তালিকায় স্থান পেয়েছে, হাতি, পায়রা, হরিণও! শুধু তাই নয় গ্রামের মহিলার জায়গায় জ্বলজ্বল করছে সানি লিওনির ছবি! এমনকি সরকারি ওয়েবসাইটে তা আপলোডও করা হয়েছে!!  

পরিবর্তিত ভোটার লিস্টে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী নারদ রাইয়ের ছবির জায়গায় রয়েছে হাতির ছবি,  কুনওয়ার অঙ্কুর সিং-এর ছবির জায়গায় রয়েছে একটি হরিণ! বালিয়ার বিবেকানন্দ কলোনির বাসিন্দা দুর্গাবতী সিং, নতুন ভোটার তালিকা প্রকাশের পর তার ছবির জায়গায় দেখা যাচ্ছে সানি লিওনির ছবি।
বিপাকে পড়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।  ডেটা এন্ট্রি অপারেটর বিষ্ণুদেব বর্মাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে বলে খবর সূত্রের। কিন্তু এমন ভুল হল কিভাবে? এখানেই উঠছে প্রশ্ন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.