'টুসকি' কে সামনে রেখে "চুতমারানি" সমাজ কে থাপ্পড় পরিচালক অনিকেতের!!
নজরবন্দি ব্যুরোঃ তথাকথিত ভদ্র বাবু সমাজের গালে কষিয়ে থাপ্পড় পরিচালক অনিকেতের "টুসকি"! গতকাল নন্দনে হয়ে গেল অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত টুসকি ছবির প্রিমিয়ার! এ ছবি একদম টুকে অর্থাৎ কপি করা ছবি! তবে অন্য ভাষার জনপ্রিয় ছবিকে টুকে নয়! বাঙালি পয়সাওলা বাবু আর গরীব বস্তি কালচারের ১০০% চালচিত্র কার্যত টুকে দিয়েছেন পরিচালক অনিকেত! এখানেই তার সাফল্য।
টুসকি কে দেখলে কখন নিজের অজান্তে আপনার চোখের কোনে জল চিকচিক করবে জানতেই পারবেন না আপনি! কার্যত ফ্লোলেস টানটান শুধু গল্পের আধিক্যে মোড়া টুসকি আর টুয়ার কাহিনী।
এদের দুজনের জন্মই ১৫ই অগাষ্ট! সেখনেও পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পরিপক্কতা নজরে আসে।
গল্পে ফেরা যাক, টুসকি গরীবের মেয়ে বস্তিতে থাকে, যার কাছে "চুতমারানি" শব্দটা মন ভালো করার মত শব্দ, তার মা অর্থাৎ মাসি থাকে বাবার সাথে, বাবুদের ভাষায় 'লিভ টুগেদার!' লো ক্লাস, কালচার নেই তাই টুসকির যোগ্যতা নেই নামি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ার! অন্যদিকে টুয়া পয়সাওয়ালা বাবা মার একমাত্র মেয়ে যাঁদের কাছে চুতমারানি শব্দ টা আনকালচার্ড বস্তির শব্দ, যে সোসাইটির অভ্যাস বাবা ছেলের একসাথে মদ খাওয়া! মেয়ে কে নামি স্কুলে পড়ানোর জন্যে রাজনৈতিক নেতার সাথে শুয়ে পড়া!
যাই হোক গল্পের অন্যতম আকর্ষনীয় চরিত্র এক হাত পা ভাঙা যুবক শিক্ষক! যে টুসকি কে পড়ায় তাঁকে তৈরি করে নামি স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষা দেওয়ার জন্যে! এই মাষ্টার কি মাওবাদি? জানা যাবে ছবিটা পুরো দেখলে!
পরিশেষে বলা চলে ৪ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকা টুসকি আজও একই ভাবে প্রাসঙ্গিক। অনিকেতের থাপ্পড়টাও!! একটু হলে গিয়ে দেখে আসুন বলা যায়না থাপ্পড় টা ছুঁয়ে যেতে পারে আপনার গালও।
টুসকি কে দেখলে কখন নিজের অজান্তে আপনার চোখের কোনে জল চিকচিক করবে জানতেই পারবেন না আপনি! কার্যত ফ্লোলেস টানটান শুধু গল্পের আধিক্যে মোড়া টুসকি আর টুয়ার কাহিনী।
এদের দুজনের জন্মই ১৫ই অগাষ্ট! সেখনেও পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পরিপক্কতা নজরে আসে।
গল্পে ফেরা যাক, টুসকি গরীবের মেয়ে বস্তিতে থাকে, যার কাছে "চুতমারানি" শব্দটা মন ভালো করার মত শব্দ, তার মা অর্থাৎ মাসি থাকে বাবার সাথে, বাবুদের ভাষায় 'লিভ টুগেদার!' লো ক্লাস, কালচার নেই তাই টুসকির যোগ্যতা নেই নামি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ার! অন্যদিকে টুয়া পয়সাওয়ালা বাবা মার একমাত্র মেয়ে যাঁদের কাছে চুতমারানি শব্দ টা আনকালচার্ড বস্তির শব্দ, যে সোসাইটির অভ্যাস বাবা ছেলের একসাথে মদ খাওয়া! মেয়ে কে নামি স্কুলে পড়ানোর জন্যে রাজনৈতিক নেতার সাথে শুয়ে পড়া!
যাই হোক গল্পের অন্যতম আকর্ষনীয় চরিত্র এক হাত পা ভাঙা যুবক শিক্ষক! যে টুসকি কে পড়ায় তাঁকে তৈরি করে নামি স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষা দেওয়ার জন্যে! এই মাষ্টার কি মাওবাদি? জানা যাবে ছবিটা পুরো দেখলে!
পরিশেষে বলা চলে ৪ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকা টুসকি আজও একই ভাবে প্রাসঙ্গিক। অনিকেতের থাপ্পড়টাও!! একটু হলে গিয়ে দেখে আসুন বলা যায়না থাপ্পড় টা ছুঁয়ে যেতে পারে আপনার গালও।

No comments