Header Ads

নেপালকে 'অভিষেক' ওডিআইতে হারালো নেদারল্যান্ডস

শুভব্রত মুখার্জি: বিশ্বের ২৪তম দেশ হিসেবে  ওয়ানডে অভিষেক ঘটল নেপালের।এপর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নেপাল।অভিষেক ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫৫ রানে হেরে গেল নেপাল। দু ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নেদারল্যান্ডস।বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ওয়ানডে স্ট্যাটাস পায় নেপাল।
নেদারল্যান্ডসের অ‍্যামস্টেলভিনে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে নেপাল। ব্যাট করতে নেমে ১৮৯ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডস। মাইকেল রিপন সর্বোচ্চ ৫১ রান করেন। বাস ডি লিড ৩০ ও ওপেনার স্টেফানাস মাইবার্গ ২৯ রান করেন। নেপালের পরস খাদকা ২৬ রানে ৪টি, সম্পাল কামি ৩৪ রানে ৩ উইকেট নেন।
১৭ বছর বয়স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন সন্দীপ লামিচান । তিনি ১০ ওভারে ৪২ রানে নেন ১ উইকেট ।
১৯০ রানের লক্ষ্যে শুরুটা ভাল হয় নেপালের। ওপেনিংয়ে ৫৮ রান করেন নেপালের দুই ওপেনার জ্ঞ্যানেন্দ্র মাল্লা ও অনিল শাহ। ১৮ ওভার শেষে ১ উইকেটে ৮৩ রান তুলে ম্যাচ জয়ের দিকে একধাপ এগিয়ে ছিল নেপাল।১৯তম ওভার থেকে ছন্দপতন ঘটে নেপালের ব্যাটিংয়ে। ৫১ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে গুটিয়ে যায় নেপাল। মাল্লা ৫১, দিপেন্দ্র আইরি ৩৩ ও সাহ ২১ রান করেন। নেদারল্যান্ডসের ফ্রেড ক্লাসেন পিটার সিলার ও রিপন ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নেদারল্যান্ডসের রিপন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.