কবি স্মরণে বিশ্বভারতী।
নজরবন্দি ব্যুরোঃ আজ ২২শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। কবির ৭৮তম প্রয়াণ দিবসে রীতি মেনে বাঙালীর প্রাণের কবিকে স্মরণ করল বিশ্বভারতী।
বুধবার ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় গুরুদেবের প্রয়াণ দিবসের অনুষ্ঠান। সকাল ৭ টায় উপাসনা গৃহে শুরু হয় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ। পরিবেশিত হয় কবিগুরুর বিভিন্ন লেখা, জীবনীর উপর পাঠ, রবীন্দ্রসংগীতও।
উপস্থিত ছিলেন উপাচার্য সবুজকলি সেনগুপ্ত। এছারও বৈতালিক, বৈদিক মন্ত্রপাঠ, বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠান শেষে প্রথা অনুযায়ী রবীন্দ্রভবনে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে মাল্যদান করেন উপাচার্য। ছিলেন বিশ্বভারতীর পড়ুয়া ও আশ্রমিকরাও।
বুধবার ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় গুরুদেবের প্রয়াণ দিবসের অনুষ্ঠান। সকাল ৭ টায় উপাসনা গৃহে শুরু হয় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ। পরিবেশিত হয় কবিগুরুর বিভিন্ন লেখা, জীবনীর উপর পাঠ, রবীন্দ্রসংগীতও।

No comments