‘ভারত’ এর পর বনশালীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রিয়াঙ্কা!
নজরবন্দি
ব্যুরোঃ "ভারত" ছবির মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করতে চলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সম্প্রতি ছবির শুটিং শুরুর একমাস আগেই আচমকা ছবির কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পিগি।
আর এবার সূত্রের খবর বলছে, পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পরিচালিত পরবর্তী ছবি থেকে নিজেকে সরিয়ে প্রিয়াঙ্কা। এর আগেও বনশালীর পরিচালিত বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা গেছে প্রিয়াঙ্কা কাকে। তার ছবির নায়িকা হিসেবে পছন্দের তালিকায় প্রথম দিকেই আছেন তিনি।
তাই তার কথা মাথায় রেখেই নিজের পরবর্তী ছবি মহিলা গ্যাংস্টার গাঙ্গুবাই কোঠেওয়ালি তৈরির চিন্তা ভাবনা শুরু করেছিলেন এই পরিচালক আর সেই ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পিগি চপস এমনটাই শোনা গেছে।

No comments