প্রিয়াঙ্কা চোপড়ার ‘ভারত’ ছবি ছাড়া নিয়ে এই বার মুখ খুললেন সলমন।কি বললেন ভাইজান?
নজরবন্দি ব্যুরোঃ প্রিয়াঙ্কা চোপড়ার ‘ভারত’ ছবি ছাড়া নিয়ে কম জলঘোলা হয়নি বি-টাউনে।খবরটি সামনে আসতেই ছবির পরিচালক আলি আব্বাস জাফর একটি টুইট করেন।
যেখানে খবরের সত্যতাকে নিশ্চিত করে, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে একটি ইঙ্গিত দেন। পরে জানা যায়, এক হলিউড ফিল্মে সুযোগ পাওয়াতেই সলমনের 'ভারত' ছেড়ে দেন প্রিয়াঙ্কা। কিন্তু এত কিছুর পরও মুখ খোলেননি ভাইজান। এত দিন পর এবার বললেন তিনি। সলমনের বোন অর্পিতার স্বামী আয়ূষের প্রথম ছবি 'লাভরাত্রি'। এই ছবির প্রচারের এক অনুষ্ঠানে যোগ দেন সলমন।
আর সেখানেই তাঁকে 'ভারত' ছবিটির প্রসঙ্গে প্রশ্ন করা হয়। স্বভাবতই প্রশ্ন ওঠে প্রিয়াঙ্কাকে নিয়ে। অত্যন্ত চাতুর্যের সঙ্গে তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে আমি কাগজই পড়িনি। কাগজ যখন পড়ব তখন এর জবাব দেব।' এদিকে, কানাঘুষো শোনা গিয়েছে, প্রিয়াঙ্কা 'ভারত' ছবিটি মাঝপথে প্রত্যাখ্যান করায় বেজায় চটে রয়েছেন সলমন।
যেখানে খবরের সত্যতাকে নিশ্চিত করে, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে একটি ইঙ্গিত দেন। পরে জানা যায়, এক হলিউড ফিল্মে সুযোগ পাওয়াতেই সলমনের 'ভারত' ছেড়ে দেন প্রিয়াঙ্কা। কিন্তু এত কিছুর পরও মুখ খোলেননি ভাইজান। এত দিন পর এবার বললেন তিনি। সলমনের বোন অর্পিতার স্বামী আয়ূষের প্রথম ছবি 'লাভরাত্রি'। এই ছবির প্রচারের এক অনুষ্ঠানে যোগ দেন সলমন।
আর সেখানেই তাঁকে 'ভারত' ছবিটির প্রসঙ্গে প্রশ্ন করা হয়। স্বভাবতই প্রশ্ন ওঠে প্রিয়াঙ্কাকে নিয়ে। অত্যন্ত চাতুর্যের সঙ্গে তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে আমি কাগজই পড়িনি। কাগজ যখন পড়ব তখন এর জবাব দেব।' এদিকে, কানাঘুষো শোনা গিয়েছে, প্রিয়াঙ্কা 'ভারত' ছবিটি মাঝপথে প্রত্যাখ্যান করায় বেজায় চটে রয়েছেন সলমন।

No comments