Header Ads

৫ মিনিটেই ফুল চার্জ! আজ থেকে ভারতের বাজারে বিক্রি শুরু হল Oppo F9 Pro

নজরবন্দি ব্যুরোঃ Oppo F9 Pro স্মার্টফোনটিকে নিয়ে বেশ কয়েক দিন ধরে আলোচনা করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে ফোন প্রেমীরা এটির জন্য অপেক্ষা করছে। মঙ্গলবার, Oppo কোম্পানি এই স্মার্টফোন বাজারে নিয়ে এল। বিক্রি শুরুর আগেই এই ফোনটি তার বিশেষ বৈশিষ্ট্যর কারণে মানুষের মনে যায়গা  তৈরি করেছে। Oppo F9 Pro আজ থেকে আজ বিক্রি শুরু হচ্ছে ভারতীয় বাজারে ।

অনেকগুলি বিজ্ঞাপন তৈরি করে এই স্মার্টফোনের ফিচার সংক্রান্ত বিষয় প্রচার করা হচ্ছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নির্বাচিত করা হয়েছে এই ফোনের বিজ্ঞাপনের মুখ হিসেবে। বিজ্ঞাপ্নে দেখা যাচ্ছে দীপিকা সিদ্ধার্থ এর সাথে কথা বলতে চান ফোনে কিন্তু চার্জ না থাকায় কথা বলতে পারেন না। এরপর মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে দীপিকা ২ ঘণ্টা ধরে সিদ্ধার্থের সাথে কথা বলেন!!
এই প্রজুক্তিই মানুষকে পাগল করে দিয়েছে মাত্র ৫ মিনিট চার্জেই ২ ঘন্টা কল? এর পিছনে রয়েছে VOOC ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। এই নতুন প্রযুক্তি 5V / 1A চার্জিং প্রক্রিয়া থেকে 4 গুণ বেশি দ্রুত চার্জিং সুবিধা প্রদান করে।এই ফোনে 6.3-ইঞ্চি পূর্ণ-এইচডি ডিসপ্লে রয়েছে।
দাম -২৩ হাজার (আনুমানিক)
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.