বাগদান তো শেষ, এবার বিয়ে নিয়ে কি বললেন প্রিয়াঙ্কার হবু বর নিক জোনাস?
নজরবন্দি
ব্যুরোঃ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে নিয়ে এখন আর কোনো গুঞ্জন নয়। কারণ সকল গুঞ্জনের সত্যতা নিজ মুখে সবাইকে জানিয়ে দিলেন প্রিয়াঙ্কার হবু বড় নিক। প্রিয়াঙ্কার সঙ্গে তার বাগদানের সত্যতাও গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন 'চেইনস' গানের এ সংগীতশিল্পী।
ইউএস উইকলি সাময়িকীর প্রতিবেদনে জানানো হয়, ৯ আগস্ট, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে নিকের সাক্ষাত্ হয়। তখন তার সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম, বিয়ে ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, নিক বেশ খুশি মনেই সাংবাদিকদের জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। নিকও খুব তাড়াতাড়ি সংসার পাততে চান।
ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বার্তা শেষ হওয়ার পর সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন নিক। প্রিয়াঙ্কাকে নিয়ে নিককে বেশ খোলাখুলি আলোচনা করতে দেখা গেলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কোয়ান্টিকো সুন্দরীকে।

No comments