Header Ads

'ওয়াই' ক্যাটেগরির নিরাপত্তা থাকবে মুকুল রায়ের। জানিয়ে দিল কোর্ট।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর " ওয়াই " ক্যাটাগরি নিরাপত্তা কেন ? এই প্রশ্নেই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।

তাঁর বক্তব্য ছিল, মুকুল রায় না সাংসদ, না বিধায়ক। রাজ্যের মানুষের টাকায় কেন একজন রাজনীতিক ব্যক্তিকে এই নিরাপত্তা দেওয়া হবে? এর পর কোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করে জানতে কোন পরিপ্রেক্ষিতে মুকুল রায়কে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে?

সেই মামলার শুনানিতে অ্যাডিশনাল সলিশিটর জেনারেল কৌশিক চন্দ সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা দেখিয়ে জানান, 'কেন্দ্র মনে করলে যে কারও নিরাপত্তা ব্যবস্থা করতে পারে। কেউ নিরাপত্তা হীনতা বোধ করে যদি নিরাপত্তা চায় তাহলে সরকারের তাকে নিরাপত্তা দেওয়া কর্তব্য। মুকুল রায় নিজেই কেন্দ্রীয় স্বরাস্ট্র দফতরে চিঠি দিয়ে জানিয়েছিলেন তাঁর ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। নিরাপত্তার স্বার্থে তিনি কেন্দ্রের কাছে লিখিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.