Header Ads

এবার এনআরসি ইস্যুতে অবরোধ মতুয়াদের, দুর্ভোগে নিত্যযাত্রীরা।

নজরবন্দি ব্যুরো: আজ সকাল থেকেই পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠতে থাকে।  অসমের এন আর সি ইস্যুকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে,  তার প্রভাব পড়েছে সর্বত্র৷ বাদ নেই এই রাজ্য৷

 সকাল সাড়ে আটটা থেকেই থেকেই এই নাগরিকপঞ্জীকরণের বিরোধিতা করে রেল অবরোধে নামল মতুয়া সম্প্রদায়৷ বারাকপুর, মধ্যমগ্রাম, আটকে ট্রেন৷ হাবড়া-বনগাঁ থমকে ট্রেন৷ সারা দেশ জুড়ে তারা এই বিক্ষোভ দেখাবে বলে জানায় এক বিক্ষোভকারী। এই রেল অবরোধের পাশাপাশি রয়েছে তাদের একাধিক প্রতিবাদ কর্মসূচীও৷

উল্লেখ্য, দু-দিন আগে অসমে নাগরিক পঞ্জিকরণের তালিকা থেকে ৪০ লক্ষ মানুষ বাদ পড়ার প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলনে নামে মতুয়া মহাসংঘ৷ আর সেই কারণে বুধবার উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে রেল অবরোধ কর্মসূচি নিয়েছে তারা৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.