মোমো আতঙ্ক এবার শিলিগুড়িতে! সাবধান বাংলা।
নজরবন্দি ব্যুরোঃ গোটা রাজ্যে ধীরে ধীরে ছড়াচ্ছে মোমো আতঙ্ক। জলপাইগুড়ি, কার্শিয়াং-এর পর এবার শিলিগুড়ি। নজরবন্দি ব্যুরোঃ গোটা রাজ্যে ধীরে ধীরে ছড়াচ্ছে মোমো আতঙ্ক। জলপাইগুড়ি, কার্শিয়াং-এর পর এবার শিলিগুড়ি।
মোমো গেম খেলার প্রস্তাব দেওয়া হল এক কলেজ পড়ুয়াকে। তবে আগে থেকে সচেতন থাকায় এই মরণ ফাঁদে পা দেননি শিলিগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্র হীরক বর্মন। জানা গিয়েছে, হীরকের হোয়াটসঅ্যাপে সম্প্রতি একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। তাতে তাঁকে মোমো গেম খেলার প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই মোমো গেম নিয়ে সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় তোলপাড় হওয়ায় আগে থেকেই সচেতন ছিল হীরক। তাই হোয়াটসঅ্যাপে ওই প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে পালটা প্রশ্ন করেন।
মোমোর তরফে জানানো হয়, সে গ্রেট ব্রিটেনে থাকে এবং হীরকের সঙ্গে গেম খেলতে চায়। এর পর আর কোন এসএম এস আসেনি তার কাছে।

No comments