বাগানে আসছে নতুন বিদেশী।
নজরবন্দি ব্যুরোঃ জাপানের মিড ফিল্ডার ইউটা কিনিয়াকিকে কলকাতা ফুটবল লিগে খেলতে দেখা যাবে। এমনটাই খবর। তাঁকে প্রধানত আই লিগের জন্য ভেবে রেখেছিলেন মোহনবাগান কর্তারা।
কিন্তু বোবান বাতিল হওয়ায় জাপানি মিডফিল্ডার কিনিয়াকিকে নিতে হচ্ছে সবুজ-মেরুনকে। এই খবরের জেরে উচ্ছসিত মোহনবাগান সমর্থকরা। মাঝামাঠে ভালো খেলেন এই তারকা ফুটবলার।

No comments