২২,৯৯০ এবং ৪৪,৯৯০ টাকার মোবাইল ফোন মিলবে মাত্র ১,৯৪৭ টাকায় !
নজরবন্দি ব্যুরোঃ ২২,৯৯০ এবং ৪৪,৯৯০ টাকার মোবাইল ফোন মিলবে মাত্র ১,৯৪৭ টাকায়। ভাবছেন বাজে কথা? না, স্বাধীনতা দিবসের আগে অবাক অফার। দুর্দান্ত অফারে মিলবে ভিভো নেক্স।
সোমবার রাত ১২ টার পর থেকেই অফার শুরু হয়েছে চলেবে ৯ই আগস্ট পর্যন্ত। ভিভো নেকস স্মার্টফোনটির সাইজ ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারফুল ইন্টারনাল হার্ডওয়ার-সহ স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। আট জিবি র‍্যাম ।
এসডি কার্ডের ক্ষমতা ১২৮জিবি। ব্যাটারি ৪ হাজার এমএএইচ। তবে শুধু ভিভো নেকস নয়, ভিভোর বাকি স্মার্টফোনগুলিতেও দেওয়া হয়েছে অফার। স্বাধীনতা দিবসের জন্যই এমন অফারে হইচই নেট দুনিয়ায়। ভিভোর ওয়েবসাইটেই মিলবে এই অফার।
সোমবার রাত ১২ টার পর থেকেই অফার শুরু হয়েছে চলেবে ৯ই আগস্ট পর্যন্ত। ভিভো নেকস স্মার্টফোনটির সাইজ ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারফুল ইন্টারনাল হার্ডওয়ার-সহ স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। আট জিবি র‍্যাম ।
এসডি কার্ডের ক্ষমতা ১২৮জিবি। ব্যাটারি ৪ হাজার এমএএইচ। তবে শুধু ভিভো নেকস নয়, ভিভোর বাকি স্মার্টফোনগুলিতেও দেওয়া হয়েছে অফার। স্বাধীনতা দিবসের জন্যই এমন অফারে হইচই নেট দুনিয়ায়। ভিভোর ওয়েবসাইটেই মিলবে এই অফার।

No comments