মুখ্যমন্ত্রীর রোসের মুখে তৃণমূলের একাধিক হেভি-ওয়েট!
নজরবন্দি ব্যুরো: গতকাল ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানের পর রাতে ওখানেই থেকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার নেতাদের শুধু বলেছিলেন, কাল তোদের সঙ্গে একবার বসব। ওমনি উৎকণ্ঠা শুরু হয়ে গিয়েছিল দলের ভিতরে।
পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে ভাল ফল হয়নি তৃণমূলের। তার পর জেলা সংগঠনে রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো। ঝাড়গ্রামের দায়িত্বও রেখেছেন নিজের হাতেই। সেই মোতাবেক শুক্রবার দুপুরে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বকুনি দেন গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতোকে। তিনি বলেন, জানেনও না মানুষের কি চাহিদা। এবার থেকে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। চায়ের দোকানে গিয়ে এবার থেকে বসবেন। আরও খবর, এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর রোসের মুখে পড়তে হয় স্থানীয় সাংসদ উমা সোরেনকেও। তাঁকে বলেন, তোমার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তুমি মানুষের সঙ্গে মেশো না, কথাও বলো না! তা হলে তুমি কীসের এমপি? এর পরে উমাকে তৃণমূল নেত্রী নির্দেশ দেন এলাকার সবাইকে নিয়ে মিলে মিশে চলতে।
পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে ভাল ফল হয়নি তৃণমূলের। তার পর জেলা সংগঠনে রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো। ঝাড়গ্রামের দায়িত্বও রেখেছেন নিজের হাতেই। সেই মোতাবেক শুক্রবার দুপুরে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বকুনি দেন গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতোকে। তিনি বলেন, জানেনও না মানুষের কি চাহিদা। এবার থেকে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। চায়ের দোকানে গিয়ে এবার থেকে বসবেন। আরও খবর, এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর রোসের মুখে পড়তে হয় স্থানীয় সাংসদ উমা সোরেনকেও। তাঁকে বলেন, তোমার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তুমি মানুষের সঙ্গে মেশো না, কথাও বলো না! তা হলে তুমি কীসের এমপি? এর পরে উমাকে তৃণমূল নেত্রী নির্দেশ দেন এলাকার সবাইকে নিয়ে মিলে মিশে চলতে।

No comments