Header Ads

সৃজিতের ভাওয়াল সন্ন্যাসীতে মুক্তি পেল যিশুর লুক। দেখুন


নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু থেকে ফিরে আসা সন্ন্যাসী রাজার গল্প। সেই ঘটনা আবারও উঠে আসছে পর্দায়।তিনি যে ভাওয়াল সন্ন্যাসীর প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন, তা অনেক আগেই জানিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
এও জানা গিযেছে যে এই পুজোতেই প্রেক্ষাগৃহে আসছে ভাওয়াল সন্ন্যাসীর গল্প। একে একে মুক্তি পেয়েছে ছবির পোস্টার, ট্রেলার। এবার প্রকাশ্যে এল ভাওয়াল সন্নাস্যীর রূপ। পরনে তাঁর একটুকরো কাপড় ছাড়া আর কিছু নেই। মাথায় জটা।

 গায়ে ভস্ম আর মাটির প্রলেপ।উত্তমকুমারের 'সন্ন্যাসী রাজা'-র থেকে এই ছবি অনেক আলাদা। ভস্মমাখা এই সন্ন্যাসীর সঙ্গে রাজার বিমন্দুমাত্র মিল নেই। তবু তিনি রাজা। দু'জন মানুষ যে পৃথক নন তার আভাস পোস্টারেই দিয়ে দিয়েছেন সৃজিত। 'এক যে ছিল রাজা'-র পোস্টারে এই প্রথম যিশুকে সামনে থেকে দেখা গেল।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.