বিয়ে করলেন ওসামা পুত্র হাজমা বিন লাদেন।
নজরবন্দি ব্যুরোঃ বিয়ে করল ৯/১১ মার্কিন হানার অন্যতম মূলচক্রী তথা প্রাক্তন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হাজমা বিন লাদেন। সঙ্গিনী হিসাবে বেছে নিল, ওই জঙ্গি হানারই আরও এক মূলচক্রী ও হামলাকারী একটি বিমানের অপহরণকারী মহম্মদ আট্টার মেয়েকে।
হাজমার বিয়ের সংবাদ মেনে নিয়েছেন লাদেন পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ মাধ্যম গার্ডিয়ান সূত্রের খবর, মার্কিন নজর এড়াতে, আফগানিস্তানেই কোনও গোপন ঠিকানায় সম্পন্ন হয়েছে এই বিবাহপর্ব।

No comments