কুলভূষণ যাদবের কি ফাঁসি হবে? পাক বিদেশ মন্ত্রীর কথায় তারই ইঙ্গিত!
নজরবন্দি ব্যুরোঃ সবাই আশা করেছিল ইমরান খান
প্রধানমন্ত্রী হলে হয়তো ভারতের সাথে সম্পর্ক আগের থেকে ভাল হবে কিন্তু সেটা হইত গল্প
কথায় সুনতে হবে। কারণ পাক বিদেশ মন্ত্রীর কথায়
ইঙ্গিত পাওয়া গেল ভারতের প্রাক্তন নৌসেনা অফিসারের ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনা
বেশি।
পাক বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানান, কুলভূষণ যাদবের বিষয়ে কোনো
খারাপ সিদ্ধান্তই নেওয়া হবে। অর্থাত্ তিনি ফাঁসির ইঙ্গিতই
দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।মুলতানে
গিয়ে পাক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন , প্রধানমন্ত্রী ইমরান খানের দিক
নির্দেশেই আমরা এগোচ্ছি কুলভূষণের বিষয়ে। কোনও খারাপ সিদ্ধান্তই আমাদের নিতে হবে
।
তার জন্য দেশ প্রস্তুত থাকুক।তিনি
বলেন আমরা আশা করছি ইন্টারন্যশনাল কোর্ট অফ জাস্টিসে পাকিস্তান জয়ী হবে। আগামী
ফেব্রুয়ারিতে এই মামলার শুনানি হবে। তিনি দাবি করেন কুলভূষণের বিরুদ্ধে তাদের
কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে। তাই জয়ের বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী।

No comments