Header Ads

কনীনিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? জানালেন অভিনেত্রী নিজেই।


নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় ধারাবাহিক অন্দরমহলের লিড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় পরমেশ্বরীর চরিত্রে তাঁর মুখই প্রথম ভেসে ওঠে দর্শকদের চোখে
তবে এবার হয়তো ধারাবাহিকে কনীনিকাকে দেখা নাও যেতে পারে প্রশ্ন উঠছে তবে কি কনীনিকা মা হতে চলেছেন? অন্তঃসত্ত্বা হওয়ার জন্যই কি কাজ থেকে বিশ্রাম নিচ্ছেন তিনি?
কনীনিকা অবশ্য জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নন। তাঁর কথায়, "আমাকে সবাই জনে জনে ফোন করে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু এটা ভুল।

প্রোডাকশন হাউজ থেকে রটানো হয়েছে যে আমি অন্তঃসত্ত্বা। আর অন্দরমহলে তো আমার চরিত্রটা এখন অন্তঃসত্ত্বার, তাই আরও বেশি রটেছে। এই যে পেটটা ফোলা হয়ে আছে, সেটা তো আসলে গামছা বাঁধা। আমি এখনও গামছা বেঁধে বসে আছি।"


Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.