Header Ads

করিনাকে বিয়ে করার ইচ্ছের কথা প্রকাশ্যে জানালেন করণ জোহর।

নজরবন্দি ব্যুরোঃ খ্যাতনামা সিনেমা পরিচালক-প্রযোজক করণ জোহর। বলিউডের সফল ব্যক্তিত্বদের মধ্যে তিনি অন্যতম। এহেন করণের জীবনেও নাকি আপসোস রয়েছে। তাও আবার বিয়ে নিয়ে!
সম্প্রতি একটি ইংরেজী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করণের বিয়ে করার ইচ্ছে ছিল বলিউড অভিনেত্রী করিনা কাপুরকে। এটি তাঁর জীবনের অন্যতম খেদ। সরাসরি বলেন, "যদি সুযোগ পেতাম করিনাকেই বিয়ে করতাম। কারণ করণের মতে করিনার মতো বুদ্ধিমতী মেয়ে নাকি দুটি নেই। এমনকি করিনা নাকি ভালোবাসার জন্য সব কিছু করতে পারেন। তবেই ভাবুন, এরকম কাউকে জীবনসঙ্গিনী হিসেবে চাইবেন না কোন পুরুষ!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.