Header Ads

জানেন আবার কবে পাওয়া যাবে জিও ফোন-২? জেনে নিন ।


নজরবন্দি ব্যুরোঃ কয়েক মাস আগে কোম্পানির বার্ষিক সাধারন সভায় নতুন স্মার্ট ফিচার ফোন জিও ফোন-২ লঞ্চ করার কথা ঘোষনা করেছিল রিলায়েন্স জিও। ১৬ অগাস্ট ইতিমধ্যেই জিও ফোন-২  ফ্ল্যাশসেল হয়েছিল।
কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে এই ফ্ল্যাশসেলে কয়েক মিনিটের মধ্যেই জিও ফোন-২  ফোনের স্টক শেষ হয়ে যায়। কোম্পানি জানিয়েছে ৩০ অগাস্ট Jio.com থেকে ফ্ল্যাশসেলে কেনা যাবে জিও ফোন-২ ।
,৯৯৯ টাকায় নতুন এই ফিচার প্যাকড ফোন কিনতে পাওয়া যাবে। YouTube, Google, Maps, Facebook, Google Assistant এর মতো স্মার্ট অ্যাপলিকেশান সহ পাওয়া যাবে জিও ফোন-২ 

৩০ অগাস্ট দুপুর ১২ টায় Jio.com ওয়েবসাইট থেকে জিও ফোন-২  এর ফ্ল্যাশসেল শুরু হবে। মনে করা হচ্ছে বহু মানুষ প্রথম দিন সেলেই এই ফোন কেনার চেষ্টা চালাবেন। তাই কয়েক সেকেন্ডেই জিও ফোন-২ এর স্টক শেষ হয়ে যেতে পারেন বলে মনে করছেন টেক গুরুরা। 


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.