Header Ads

রাজ্যের সর্বত্র জেল ভরো কর্মসূচীতে ব্যাপক সাড়া, গ্রেপ্তার ২০! ছন্দে ফিরছে সিপিআই(এম)?

নজরবন্দি ব্যুরো: প্রায় এক থেকে দেড় মাস রাজ্যের প্রতিটা গ্রামে, অচেনা জনপথে নিবিড় প্রচারের স্বাক্ষরে ওরা দিন গুনেছেন এই ৯ ই-এর। শাসকের প্রতারণার জবাব নিতে আক্রান্ত আঙিনায় প্রতিবাদের মেলবন্ধন ঘটেছে একের পর এক।
কোথাও কৃষকের সাথে হাত মিলিয়ে অভাবী খেতমজুর ফসলের লাভজনক দরের হাঁক দিয়েছে। কোথাও আবার বন্ধ কারখানা খোলার ডাক দিয়েছে কৃষকেরা। কোথাও বামপন্থী ছাত্ররা মহিলাদের সুরক্ষার দাবি জানিয়ে পুলিশকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে। আর আজ এসএন ব্যানার্জী রোড ঘুরে রানি রাসমনি রোডে পৌঁছল বাম-সিটুর লম্বা মিছিল। নরেন্দ্র মোদীর একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং রাজ্যের শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে আজ বামেদের জেল ভরো আন্দোলন৷
রানি রাসমনি রোডে ব্যারিকেড ভেঙে রাস্তার ওপারে যাবার চেষ্টা করছেন কয়েক হাজার বাম সমর্থক। অন্যদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে এসএফআই কর্মীরা রাজভবনের গেটে লাল ঝাণ্ডা টাঙিয়ে দেন৷ পরে এই ঘটনায় পুলিশ ২০ জন এসএফআই কর্মীকে গ্রেফতার করেছে৷ আজকের দিন নিয়ে সি পি আই (এম)-র দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ী জানিয়েছেন:
"ভাইপোর নির্দেশ পেয়ে গত কাল সারা রাত পুলিশ ডায়মন্ডহারবারে পার্টি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে আজ জেলভরো কর্মসূচি বাতিল করার জন্য। রাতে ডায়মন্ডহারবার শহরে লাগানো সব ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে পুলিশ। আজ জেলভরো কর্মসূচীকে ওরা ভয় পেয়েছে। কর্মসূচী হবেই।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.