কটিফ কাপে মেসির দেশের ভবিষ্যৎ প্রজন্মকে হারাল ভারত
শুভব্রত মুখার্জিঃ ৬বার অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ জেতা মেসির দেশের ভবিষ্যৎ তারকাদের ২-১ গোলে হারাল ভারত। স্পেনে আয়োজিত কতিফ কাপে আর্জেন্টিনাকে দুরমুশ করে জয় ছিনিয়ে আনল ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবলাররা।
ম্যাচের ৪ মিনিটে গোল করে ভারতকে দীপক টেংরি। ৫০ মিনিটে লালকার্ড দেখেন অনিকেত যাদব। ফলে ম্যাচের বাকিটা ১০জনে খেলতে হয় ভারতকে।৬৮ মিনিটে দলকে ২-0 গোলে এগিয়ে দেন আনোয়ার আলি। ৭২ মিনিটে আর্জেন্টিনা গোল শোধ করে ২-১করে। তবে শেষরক্ষা করতে পারেনি মেসি,ম্যাসচেরানোদের দেশের ছোটরা। ২-১ ফলে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় অমরজিৎরা।
ম্যাচের ৪ মিনিটে গোল করে ভারতকে দীপক টেংরি। ৫০ মিনিটে লালকার্ড দেখেন অনিকেত যাদব। ফলে ম্যাচের বাকিটা ১০জনে খেলতে হয় ভারতকে।৬৮ মিনিটে দলকে ২-0 গোলে এগিয়ে দেন আনোয়ার আলি। ৭২ মিনিটে আর্জেন্টিনা গোল শোধ করে ২-১করে। তবে শেষরক্ষা করতে পারেনি মেসি,ম্যাসচেরানোদের দেশের ছোটরা। ২-১ ফলে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় অমরজিৎরা।
