Header Ads

একদিকে বাড়ছে জ্বালানির মূল্য অন্য দিকে কমছে টাকার মূল্য। সত্যিই আচ্ছে দিন!


নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। আর এরই সঙ্গে ফের একবার মাথায় হাত পড়ল দিল্লি-মুম্বইবাসীদের। দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ২২ পয়সা প্রতি লিটার এবং ২৮ পয়সা প্রতি লিটার বেড়েছে। অন্যদিকে, মুম্বাইএ সেই বৃদ্ধির পরিমাণ য়থাক্রমে ২১ পয়সা প্রতি লিটার এবং ৩০ পয়সা প্রতি লিটার।
 
দাম বেড়ে দিল্লিতে এই মুহূর্তে পেট্রলের মূল্য প্রতি লিটারে ৭৮.৫২টাকা এবং ডিজেলের মূল্য প্রতি লিটারে ৭০.২১টাকা। মুম্বইয়ে সেই বর্ধিত মূল্য পেট্রলে ৮৫.৯৩টাকা এবং ডিজেলে ৭৪.৫৪টাকা। 
এই মূল্যবৃদ্ধি নিয়ে বুধবারই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মূল্যবৃদ্ধি সাময়িক, খুব শীঘ্রই ফের দাম করমতে শুরু করবে। একদিকে যেখানে জ্বালানির মূল্য বাড়ছে, অন্যদিকে সেখানেই আরও নিচের স্তরে পৌঁছে গেল টাকার মূল্য।
  


কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.