পঞ্চায়েত মামলার শুনানি আবার পিছিয়ে গেল।
নজরবন্দি ব্যুরো: বিচারপতির অনুপস্থিত থাকার কারণে সুপ্রিমকোর্টে সোমবার পঞ্চায়েত মামলার শুনানি হল না। আগামী সোমবার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
এদিন সুপ্রিমকোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অনুপস্থিত থাকার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ। নির্বাচনের ফলাফল বেরিয়ে গেলেও সুপ্রিমকোর্টে এখনও মামলা চলায় পঞ্চায়েতে বোর্ড গঠন ঝুলে রয়েছে।
ত্রিস্তর পঞ্চায়েতে মোট ৫৮,৬৯২টি আসনের মধ্যে ২০,১৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা-হীন ভোট স্বাভাবিক নয় বলে আগের শুনানিতে মন্তব্য করে রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল দেশের সর্বচ্চ আদালত। যা নজিরবিহীন বলে মনে করেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ। তাই স্বাভাবিকভাবেই এবারের পঞ্চায়েত মামলা নিয়ে কি রায় দেয় আদালত, সেই দিকে তাকিয়ে শাসক ও বিরোধী উভয় দল।
এদিন সুপ্রিমকোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অনুপস্থিত থাকার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ। নির্বাচনের ফলাফল বেরিয়ে গেলেও সুপ্রিমকোর্টে এখনও মামলা চলায় পঞ্চায়েতে বোর্ড গঠন ঝুলে রয়েছে।

No comments