Header Ads

অভিষেক কে খুনের হুমকি দেওয়া বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের বারাসত থানায়

নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্যে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়েছইলেন বীরভূম BJP-র প্রাক্তন জেলা সভাপতি নির্মলচন্দ্র মণ্ডল।

এবার তাঁর বিরুদ্ধে বারাসত থানায় FIR দায়ের করলেন তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।গতকাল বিকেলে সিউড়িতে BJP-র এক বিক্ষোভ সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম না নিয়ে নির্মলবাবু বলেন,
 "তোমার ভাইপো যদি খুন হয়ে যায় তখন কী হবে দিদি? কেরালায় CPI(M) একটা খুন করলে আমরা দুটো করি। সেই রকম মারামারি আমরা এখানেও শুরু করব।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.