Header Ads

আজ সিরিজের ডু-অর ডাই ম্যাচে নামছে ভারত।

নজরবন্দি ব্যুরোঃ সাউদাম্পটনে আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারতের মধ্যে চুতুর্থ টেস্ট ইতিমধ্যেই - ফলে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড প্রথম দু'টি টেস্টে ভারতীয় দল সেভাবে ব্রিটিশদের মোকাবিলাই করতে পারেনি তৃতীয় টেস্টে ব্যাটিং- কোহলির অনবদ্য পারফরম্যান্স এবং বোলিং বিভাগের অসাধারণ বোলিং- ২০৩ রানের এক অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে
এই জয়ের ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরেছে ভারতের কাছে এই টেস্ট ডু-অর ডাই কারণ এই টেস্ট হাতছাড়া হলে ভারত সিরিজ খোয়াবে অন্যদিকে এই টেস্টে জয় পেলে ইংল্যান্ড ফের একবার ভারতের সঙ্গে নিজের মাটিতে টেস্ট-সিরিজ পকেটে পুড়বেভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যা ইঙ্গিত দিয়েছেন তাতে এই টেস্টে প্রথম একাদশ অপরিবর্তিতই রাখা হচ্ছে

গত টেস্টে খেলা অশ্বিনের চোট ছিল কিন্তু, বিরাট নিজেই জানিয়েছেন, 'অশ্বিনের চোট আপাতত ঠিক হয়েছে তাঁকে ফিট বলেই মনে হচ্ছে দেখা গিয়েছে প্রতিটি টেস্টের পরই কোনও না কোনও ক্রিকেটার চোট পয়েছিলেন এবার তেমন কোনও সমস্যা নেই তাই প্রথম একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই রয়েছে 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.