Header Ads

শতবর্ষে কি করতে চলেছে ইস্টবেঙ্গল? জানলে আপনিও গর্ব বোধ করবেন।


নজরবন্দি ব্যুরোঃ এবছর ৯৯ বছর পূর্তি হল পদ্মাপারের দলটির। সামনে বছর ১০০। কিন্তু এই শতবর্ষে কি করতে চলেছে ইস্টবেঙ্গল? জানলে গর্ব হবে আপনারও।শতবর্ষ মাথায় রেখেই যা ইতিমধ্যে ২ টি জিনিস ভেবে ফেলেছে ইস্টবেঙ্গল
 সচিব কল্যাণ মজুমদার এক সংবাদ পত্র কে বলেছেন 'আমাদের দুটো বিষয় তৈরি করার ইচ্ছে রয়েছে এই রাজ্যে একটা ভাল স্পোর্টস হাসপাতাল আর ক্রীড়া বিশ্ববিদ্যালয় যা এখনও ভারতে কোথাও তৈরি হয়নি শতবর্ষে এই কাজ করার ইচ্ছে রয়েছে ভাল স্পোর্টস অর্থোপেডিক হাসপাতাল কলকাতায় নেই আমাদের সভাপতি নিজে চিকিত্সা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তিনিও আগ্রহ প্রকাশ করেছেন আর ক্রীড়া বিশ্ববিদ্যালয় তো নেই এখন আমাদের দরকার হল জমি এবং আর্থিক সাহায্য 
এই দুটো কাজ করতে পারলে তাহলে সত্যি সেটা অনেক কাজে লাগবে শতবর্ষে বিদেশ থেকে একটা দল এনে প্রর্দশনী করানোর ব্যাপারটা আমার মনে হয় সাময়িক কিন্তু হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় গড়তে পারলে তা চিরকাল থেকে যাবে যা দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারবে সেজন্য আমরা এই কাজগুলো করার দিকে নজর দিয়েছি তবে সবটাই নির্ভর করছে জমি আর টাকার ওপর' নিঃসন্দেহে শতবর্ষের আলোকে এমন দু'‌টি পরিকল্পনা অন্য মাত্রা এনে দেবে ইস্টবেঙ্গলের, তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে না

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.