দিলীপ ঘোষের উপর হামলা! অভিযোগের তির তৃণমূলের দিকে।
নজরবন্দি ব্যুরো: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ! অভিযোগের তির তৃণমূলের দিকে। দলের বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র এই অভিযোগ করেন বলে জানা গিয়েছে।
তাঁর দাবি, এদিন রাত দশটা নাগাদ খাতড়ায় এক দলীয় কর্মীর বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বেরোনোর সময় বেশ কয়েকজন দুষ্কৃতী দিলীপবাবুর উপর হামলা করে।
এই ঘটনা ঘিরে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে দিলীপ ঘোষ নিরাপদে আছেন বলেই বিবেকানন্দবাবুর জানিয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার জন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে।

No comments