রাজ্যের দয়ার দান নয়, মহার্ঘভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার! হাইকোর্ট #NajarbandiExclusive
নজরবন্দি ব্যুরোঃ হয়ে গেল বহু প্রতিক্ষিত ডিএ মামলার রায়দান। দুপুর ১টায় রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ৷ রায়ের মাধ্যমে নতুন দিগন্ত খুলে গেল রাজ্য সরকারি কর্মীদের সামনে।
আজ ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল স্যাটের রায় ৷ আজ রায়দানের সময় বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দেন মহার্ঘভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার ৷আরও পড়ুনঃ ইনকাম ট্যাক্স জমা করার আজই শেষ তারিখ। না জমা করলে কি হতে পারে শাস্তি? #SpecialReport বিচারপতিদের নির্দেশে এই মামলা ফেরানো হল স্টেট অ্যাডিমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ৷ আজ ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় "তাড়াহুড়ো করে রায় দিয়েছিল ট্রাইব্যুনাল"। তাই নতুন করে রায় কে পর্যালোচনার জন্যে ফের দুটি বিষয় স্যাটের কাছে ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
উল্লেখ্য গত বছর ফেব্রুয়ারি মাসে স্যাট জানায়, ডিএ দেওয়াটা সরকারের দয়ার দান ৷ সরকার চাইলে তা দেবে, না চাইলে দেবে না ৷
১) কেন্দ্র ও রাজ্য সরকারি কমর্চারীরা সমান হারে ডিএ পাবেন কিনা?
২) দিল্লি ও চেন্নাইয়ে একই পদে কাজ করা রাজ্যের কর্মচারীরা যা ডিএ পান তা পাননা এই রাজ্যের কর্মচারিরা ফলে তৈরি হচ্ছে বেতন বৈষম্য৷ আদালতের প্রশ্ন তাদের সমানহারে ডিএ কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? দু মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য গত বছর ফেব্রুয়ারি মাসে স্যাট জানায়, ডিএ দেওয়াটা সরকারের দয়ার দান ৷ সরকার চাইলে তা দেবে, না চাইলে দেবে না ৷
Loading...
No comments